জেলায় পরিযায়ী শ্রমিক বেশি, তাই বলে কি এবার পরিযায়ী সাংসদ চাইবে জনসাধারণ? সকাল সকাল নির্বাচনী প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনই বক্তব্য রাখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা। মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে তিনি পৌঁছে যান বহরমপুরের কাশিমবাজার ব্যাসপুর শিব মন্দিরে। সেখান থেকে বেরিয়ে পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি বাজনা সহযোগে দলীয় কর্মীদের সাথে নিয়ে। এছাড়াও এদিন দুপুরে কান্দির জিয়াদার গ্রামে রয়েছে তার শোভাযাত্রা। সন্ধ্যায় জীবন্তি এলাকায় একটি পথসভাতেও উপস্থিত থাকার কথা রয়েছে তার।