নির্বাচনের আগে পৃথক দুই জায়গায় দুই ব্যাগ ও এক বালতি ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডোমকলে।
দোড়গোড়ায় নির্বাচন আগামী ৭ই মে, মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন আর তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তিলের ক্ষেতের জমি থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধার পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ঐ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করে বোমা পুলিশ বলে জানা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারা দিয়ে রয়েছে পুলিশ। ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেয়া হয়েছে বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য। এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।নির্বাচনের আগে কে বা কারা এত পরিমাণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।