Reported By : Binay Roy
৩ রা জুলাই, সোমবার, নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো স্বয়ং বিধায়কের বিরুদ্ধে। গতকাল রাতে সামশেরগঞ্জ থানার তিন পাকুড়িয়া এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। গুলিবিদ্ধ অবস্থায় ওই কংগ্রেস কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় কংগ্রেসের তরফ থেকে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলেও সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সামশেরগঞ্জের ডাকবাংলা এলাকায় রাস্তা অবরোধ করে দীর্ঘ সময় বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। যদিও গভীর রাতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।