News নির্বাচন শেষ হওয়ার পর বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ক্রিকেট খেলতে নামেন প্রার্থী ইউসুফ পাঠান May 13, 2024 gtvnews Reported By Binoy Roy সন্ধ্যা ৬ টায় নির্বাচন শেষ হওয়ার পর বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ক্রিকেট খেলতে নামেন প্রার্থী ইউসুফ পাঠান। খোশ মেজাজে সকলের মাঝে ব্যট হাতে নামলেন তিনি। তবে ছক্কা মারবেন নাকি বোল্ড আউট হবেন ভোটের লড়াইয়ে এখন সেটাই দেখার বিষয়। Share Facebook Twitter Pinterest Linkedin