Reported By:- Masud Rana
অবশেষে কলকাতা থেকে অভিযোগ কারীর বাড়িতে এলো কলকাতার মহিলা সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। বেশ কয়েক মাস আগেই মুর্শিদাবাদের রানীনগর ২ ব্লক সভাপতি শাহ আলমের বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ তুলেছিলেন রানীনগর দুই ব্লকেরই তৃণমূল মহিলা নেত্রী মাসুয়ারা বেগম। কয়েক মাস কেটে গেলেও বিচার পাইনি ওই মহিলা নেত্রী। তার বাড়ির সামনে রাখা হয়েছে পুলিশ ফোর্স। কারণ তাকে একাধিকবার হুমকি দিয়েছেন ব্লক সভাপতি সহ তার সঙ্গ পঙ্গরা। ঠিক এমনটাই অভিযোগ করেন নেত্রী মাসুয়ারা বেগম। মূলত সেই কারণেই, তাকে সঠিক বিচার পাইয়ে দিতে এবং পাশে থাকার আশ্বাস দেন রাজ্য মহিলা সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।