বুধবার, ঐন্দ্রিলা নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। শীত শেষের রোদ তাঁকে ছুঁয়েছে। অভিনেত্রীর পরনে রয়েছে কাঁচা হলুদ রঙের শাড়ি। এই শাড়ির পাড়ে রয়েছে কমলা রঙের সুতোর কারুকার্য। শাড়িটি শিফন। এই শাড়ির সাথে নীল রঙের প্রিন্টেড ব্লাউজ পরেছেন ঐন্দ্রিলা। হালকা মেকআপ করেছেন তিনি। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। কানে রয়েছে জাঙ্ক ইয়ারিং। ডান হাতে রয়েছে মুক্তোর বালা। ছবিগুলি শেয়ার করে কোনো ক্যাপশন দেননি ঐন্দ্রিলা। তাঁর ছবিতে কমেন্ট করে অনন্যা গুহ (Ananya Guha) লিখেছেন, ঐন্দ্রিলার রূপ দেখে তিনি মরে যাচ্ছেন। ঐন্দ্রিলাও প্রত্যুত্তরে মজা করে বললেন, এই তো সবে জন্মেছেন পর্দার ‘পিঙ্কিজি’। ঐন্দ্রিলার অনুরাগীদের একাংশ লিখেছেন, তাঁরা ভ্যালেন্টাইন’স ডে-র উপহার পেয়ে গিয়েছেন। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এ নীপার চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা। সেট থেকেও তিনি শেয়ার করেন বিভিন্ন রিল ও ছবি।