Reported By : Binay Roy
২৩ শে জানুয়ারি, সোমবার, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হল। এই উপলক্ষে এদিন সকালে বহরমপুরে দলীয় কার্যালয়ে জমায়েত হন তৃণমূল দলের সর্বস্তরের নেতা ও কর্মীরা। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তার জীবনী বিষয়ে বক্তব্য রাখেন দলের বিশিষ্ট ব্যক্তিরা। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জি সহ একাধিক তৃণমূল বিধায়ক ও দলের একনিষ্ঠ কর্মীরা।