Skip to content
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় ২৬ তম মেগা রক্তদান উৎসব

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় ২৬ তম মেগা রক্তদান উৎসব

Reported By:- News Desk

কলকাতা (২৩ জানুয়ারী '2025): আজ কলকাতার 'ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র'-এ 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' এর পক্ষ থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনের স্মরণে ২৬ তম মেগা রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

স্বপন ব্যানার্জি (বাবুন), ‘কে এস এল এ’-র সম্পাদক, সংবাদমাধ্যমকে জানান, "আজকের রক্তদান উৎসবের পাশাপাশি, আমরা ২০২৪-২৫ সালের সন্তোষ ট্রফি বিজয়ী দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং 'বেঙ্গল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বডিবিল্ডার্স'-কে সম্মানিত করলাম।" অনুষ্ঠানটি সকাল ১০ টায় গণেশবন্দনার মাধ্যমে শুরু হয়। 'কে এস এল এ' থেকে জানানো হয়েছে, "আমাদের এই রক্তদান উৎসবে হাজারো নরনারী অংশগ্রহণ করবেন।"

এটি শুধু একটি রক্তদান উৎসব নয়, বরং সমাজের প্রতি আমাদের সমর্থন এবং সহযোগিতার প্রকাশ, যা খাদ্য ও স্বাস্থ্য সেবার গুরুত্বকে তুলে ধরে। এই ধরনের উদ্যোগগুলি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিকেল ৪ টে পর্যন্ত মোট ২,২২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।

Leave a Reply

error: Content is protected !!