স্বপন ব্যানার্জি (বাবুন), ‘কে এস এল এ’-র সম্পাদক, সংবাদমাধ্যমকে জানান, "আজকের রক্তদান উৎসবের পাশাপাশি, আমরা ২০২৪-২৫ সালের সন্তোষ ট্রফি বিজয়ী দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং 'বেঙ্গল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বডিবিল্ডার্স'-কে সম্মানিত করলাম।"
অনুষ্ঠানটি সকাল ১০ টায় গণেশবন্দনার মাধ্যমে শুরু হয়। 'কে এস এল এ' থেকে জানানো হয়েছে, "আমাদের এই রক্তদান উৎসবে হাজারো নরনারী অংশগ্রহণ করবেন।"