Reported By : তুষার কান্তি খাঁ
২৩ শে আগস্ট, বুধবার, অবিলম্বে এগ্রিমেন্ট নিয়ে পুনর্বিবেচনা করতে হবে, প্যাকিং এর শ্রমিকদের ২৬ দিন ডিউটি সুনিশ্চিত করতে হবে প্রভৃতি মোট ৯ দফা দাবি নিয়ে অম্বুজা সিমেন্ট কারখানার ফারাক্কা ইউনিটের শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দিল এদিন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তীর্থ মন্ডল, দিলীপ মিশ্র সহ আরো অনেকে।