Reported By Mrityunjoy Roy
পঙ্খরি মানে পদ্মের পাতা। মহিলা উদ্যোগপতি পঙ্খরি ভট্টাচার্য দত্ত ২০১৮ সালে অনলাইনের
মাধ্যমে অত্যাধুনিক ডিজাইনের চশমা, ঘড়ির ব্যবসা শুরু করেন। কিন্তু নিজের ব্যবসা বৃদ্ধি করতে
ক্রেতাদের কাছে পৌঁছতে এবার অফলাইন পথ চলা শুরু করল। রবিবার দক্ষিণ কলকাতায় প্রথম
নিজস্ব সামগ্রীর সম্ভার নিয়ে বিপণির সূচনা হল। এদিন সংস্হার কর্ণধার জানান, মূলত তাঁর স্বামীর
ব্যবসায়িক স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁর এই প্রয়াস। কম দামে আধুনিকমানের ডিজাইনের চশমা
ও ঘড়ি পাওয়া যাবে বলে জানান।