১৯ শে মার্চ , রবিবার , ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর উদ্যোগে পঞ্চায়েত নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো বহরমপুর জেলা পরিষদ ভবনে। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পার্টির পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, রামচন্দ্র ডোম প্রমুখ।
আলোচনায় সূর্যকান্ত মিশ্র পঞ্চায়েত স্তরের নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি পার্টি কর্মীদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন এবং তাদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরি করার আহ্বান জানান। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এবং বিজেপি বিরোধী জোট তৈরি করে তাদেরকে পড়াস্ত করার আহ্বান জানান।
এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন পার্টি নেতা সচি্চদানন্দ কান্ডারী ,তুষার দে, নৃপেন চৌধুরী সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন পার্টির জেলা সম্পাদক জামির মোল্লা।