Reported By : Binay Roy
৫ ই জানুয়ারি, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের বেলডাঙা থানার জালালপুর এলাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে ২ জার ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে মাঠে যাওয়ার পথে দুটি প্লাস্টিকের জার দেখতে পায় এলাকার চাষিরা। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে দুই জার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে বোম স্কোয়াডের সদস্যরা সেখানে হাজির হয়ে বোমাগুলোকে নিস্ক্রিয় করে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার মাঠে এত সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।