পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান অন্যান্য দলের কর্মী সমর্থকদের

পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান অন্যান্য দলের কর্মী সমর্থকদের

Reported By:- Binoy Roy

পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের পাল্লা ভারী হতে শুরু করেছে মুর্শিদাবাদ জেলায়। বিশেষ করে সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পর থেকে প্রায় প্রত্যেক দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য দলের কর্মী সমর্থকদের যোগদান করতে দেখা যাচ্ছে কংগ্রেস দলে। শনিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে ভগবানগোলা ২ নম্বর ব্লক থেকে তৃণমূল ও বিজেপি ছেড়ে বহু কর্মী সমর্থক যোগদান করলো কংগ্রেসে। এদিন ভগবানগোলা ২ নম্বর ব্লক থেকে তৃণমূলের বর্তমান ব্লক সহ সভাপতি সাদিক আলী ও ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ মহম্মদ সেলিম সেখের নেতৃত্বে প্রায় পঞ্চাশ জন তৃণমূল কর্মী যোগদান করেন কংগ্রেস দলে। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

error: Content is protected !!