Reported By:- Binoy Roy
হরিহরপাড়া থানার লালনগর ঘোষপাড়া এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ রবিবার সকালে লালনগর ঘোষপাড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে বেশ কিছু সকেট বোমা উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই গোটা এলাকা পুলিশ মোতায়ন রয়েছে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে সকেট বোমা উদ্ধার কে ঘিরে যথেষ্টই আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। হরিহরপাড়ার তৃণমূলের ব্লক সভাপতি আহাতাব উদ্দিন শেখ বলেন হুমাইপুর অঞ্চলে কোন অশান্তি নেই, বিরোধীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে পুলিশকে বলবো তদন্ত করতে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম- ডিসপোজাল টিমকে তারা এসে বোম নিষ্ক্রিয় করনের প্রক্রিয়া শুরু করবে।