Reported By : Masud Rana
২ রা জুলাই, রবিবার, পঞ্চায়েত নির্বাচনের আবহে আবারও অবৈধ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রানীনগর থানার অন্তর্গত নজরানা নবীর মোড় এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই সময় এক ব্যক্তিকে আটক করে তল্লাসি চালিয়ে তার কাছ থেকে একটি দেশী পিস্তল এবং দু রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ঘটনার পর রাহুল সেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি সাগরপাড়া থানার লালকূপ মাহাতাব কলোনি এলাকায়। কি কারণে ওই ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ প্রসাশন। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে জেলা আদালতে তোলা হয়েছে।