Reported By : Binay Roy
৯ ই জুন, শুক্রবার, শুক্রবার সকালে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর ফিতে কেটে বহরমপুরে রেল ওভারব্রিজের উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাটুই-এ দলীয় জনসভায় যোগদান করার পর বহরমপুরে রাত্রিযাপন করেন সর্বভারতীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপর শুক্রবার সকালে দলীয় কর্মীদের নিয়ে বহরমপুর শহরে প্রাতভ্রমণে বের হন তিনি। শহরের ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকায় প্রাতভ্রমণ সেরে সরাসরি তিনি চলে যান চুয়াপুরে রেল ওভারব্রিজ পরিদর্শনে। সেখানে গত মাস ছয়েক আগে সম্পন্ন হওয়া রেল ওভারব্রিজে ফিতে কেটে উদ্বোধন করেন তিনি। যদিও নির্বাচনের দিন ঘোষণার পর ফিতে কেটে প্রকল্পের উদ্বোধন নির্বাচন বিধি ভঙ্গের মধ্যেই পড়ে- সেবিষয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন- শহরে কোনো ভোট নেই তাই কোনোভাবেই এটা নির্বাচন বিধি ভঙ্গের হিসেবে পড়েনা।