পঞ্চায়েত ভোটের আগেই ব্লক সভাপতির বাড়িতে চললো মুড়িমুড়কির মতোন বোমাবাজি

পঞ্চায়েত ভোটের আগেই ব্লক সভাপতির বাড়িতে চললো মুড়িমুড়কির মতোন বোমাবাজি

Reported By : News Desk
২ রা মে, মঙ্গলবার, পঞ্চায়েত ভোটের আগেই মুর্শিদাবাদের সালারের খাড়েঁরা গ্ৰামে এলাকা দখল কে কেন্দ্র করে রাতভর তৃনমূলের বিদুৎ কর্মাধ্যক্ষ ও কৃষাণ সেল এর ব্লক সভাপতির বাড়িতে চললো মুড়িমুড়কির মতোন বোমাবাজি। সোমবার বিকেল থেকে চলে এই বোমা বাজি, ভরতপুর ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ নুরজাহান খাতুন এর অভিযোগ পঞ্চায়েত প্রধান মোস্তাক আলির নেতৃত্বে,চলে এই বোমাবাজি । ওই বিদ্যুৎ কর্মদক্ষ্য জানিয়েছেন,তার স্বামি ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষাণ সেল সভাপতি। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে তাই এলাকার পঞ্চায়েত প্রধান গ্ৰাম দখলের চেষ্টা করছে এই ভাবে বোমাবাজি করে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ তদন্ত করছে। অপরদিকে গতকাল বিকেল থেকে গ্ৰামে বিপুল বোমাবাজি হোওয়ায় ব্যাপক আতঙ্কে রয়েছে গ্ৰামের সাধারণ মানুষ, গতকাল সন্ধ্যা থেকেই গ্ৰামে বসেছে পুলিশ এর বেশ কয়েকটি ক্যাম্প।তবে সবমিলিয়ে ভরতপুর ২ ব্লকের খাঁড়েরা গ্ৰাম তৃনমূলের গোষ্টি দন্দে কার্যত ব্যপক চাপা আতঙ্কের মধ্যে রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!