Reported By : Masud Rana
১১ ই মার্চ , শনিবার , পঞ্চায়েত ভোটের আগে বোমা বাধঁতে গিয়ে বোমা ফেটে মৃত ১, আহত ২ মুর্শিদাবাদে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে মুর্শিদাবাদ জেলার নওদা থানার মধুপুর মাঠপাড়া গ্রামে। সূত্রের খবর মধুপুরের কাবিজুল শেখের বাড়ির পাশে বোমা বাধার সময় বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হয় ৩ জন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মেজবুল শেখ। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার বিশাল পুলিস বাহিনী।