Reported By : Masud Rana
১৬ ই জুন, শুক্ৰবার, সামনেই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত ভোট , বৃহস্পতিবার সম্পূর্ণ হয়েছে রাজ্যে নমিনেশন দাখিলের কাজ। পঞ্চায়েত ভোটের আগে সন্দেহজনক ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রাণীনগরে। বৃহস্পতিবার রাতে রাণীনগরের গোধনপাড়ায় একটি ব্যাগ উদ্ধার হয়। সূত্রের খবর ব্যাগের মধ্যে থাকতে তাজা বোমা। ইতিমধ্যেই ওই ব্যাগটিকে ঘিরে রেখেছে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ।