টাকা নিয়ে প্রার্থী, টাকা চাইছে জলঙ্গি বিধায়ক অনুগামী অর্থাৎ জলঙ্গি অঞ্চল সভাপতি শুকুর আলী।
আর তার সঙ্গে যিনি কথা বলছেন তার নাম কৌশিক সরকার, অর্থাৎ প্রার্থীর পুত্র। *মূল বিষয় ই হচ্ছে টিকিট নেওয়ার জন্য টাকা দেয়নি সেজন্য তাকে টিকিট দেয়া হয়নি, পরবর্তীতে কৌশিক সরকারের মা কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন।