Skip to content
পঞ্চায়েত ভোট মিটতেই পাল্টে গেল মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান

পঞ্চায়েত ভোট মিটতেই পাল্টে গেল মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান

Reported By : Binay Roy
১৭ ই জুলাই, সোমবার, পঞ্চায়েত ভোট মিটতেই পাল্টে গেল মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান। চেয়ারম্যান হিসেবে নিয়োগের মাত্র ১৫ মাসের মধ্যে পদ খোয়ালেন তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী।
১৬ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ পুরসভাতে সোমবার ১৫ জন কাউন্সিলরের উপস্থিতিতে ভোটাভুটিতে ললিতা দাস নন্দীর জায়গায় ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ ধরকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন বাকি কাউন্সিলররা। আজকের ভোটাভুটির সময় ললিতা দেবী অনুপস্থিত ছিলেন। ২০২২ সালের পুরনির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠদের নিয়ে মুর্শিদাবাদ পৌরসভা দখল করে গত বছর ২২ মার্চ ললিতাদেবী চেয়ারম্যান হিসেবে মুর্শিদাবাদ পুরসভার দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু ললিতা দাস নন্দীর কাজকর্মে অখুশি হয়ে তৃণমূলেরই কিছু কাউন্সিলর গত ১৪ই জুন লালবাগ মহকুমা শাসকের কাছে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কোনও বৈঠক না ডাকায় গত ১১ জুলাই পুরসভাতে তলবিসভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে ললিতা দাস নন্দীকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জাকে সাময়িকভাবে পুরসভা চালানোর দায়িত্ব দেওয়া হয়। সোমবার ভোটাভুটির মাধ্যমে ইন্দ্রজিৎ ধরকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেন বাকি কাউন্সিলাররা। আজকের বৈঠকে ললিতা দাস নন্দী ছাড়া উপস্থিত ছিলেন ১২ জন তৃণমূল, একজন নির্দল এবং তিনজন বিজেপির কাউন্সিলর।

Leave a Reply

error: Content is protected !!