Reported By : Binay Roy
১৬ ই জুলাই, রবিবার, পঞ্চায়েত ভোট মিটতেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাংগঠনিক রদবদল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাংগঠনিক রদবদল করা হল,আজ হরিহরপাড়ার পূর্ণাঙ্গ ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল জাহাঙ্গীর শা কে এবং হরিহরপাড়ার অপর যিনি সভাপতি ছিলেন মুকুল ঘোষ তাকে জেলা কংগ্রেসের সহ-সভাপতি করা হল। পাশাপাশি এদিন সাগরদিঘী ব্লকেও বদল করা হল সভাপতি সাগরদিঘী ব্লকের যিনি সভাপতি ছিলেন মীর বদরুল হক তাকে জেলা কংগ্রেসের সম্পাদক করা হল ও সাগরদিঘী ব্লকের নতুন সভাপতি করা হল মুকলেস্বর রহমানকে।
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে নবনির্বাচিত ব্লক সভাপতিদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস।