পণ প্রথার কি অন্ত নেই ?

পণ প্রথার কি অন্ত নেই ?

Reported By: Masud Rana

YouTube Link:

১৪ অক্টোবর, ২০২২, শুক্রবার মুর্শিদাবাদের রানীনগর এলাকা থেকে উদ্ধার হল ২২ বছরের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। নাম মুর্শিদা বিবি। ওই গৃহবধূকে খুনের অভিযোগ তার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তে পাঠায়।
সূত্রের খবর, দেড় বছর আগে রানীনগরের সোহেল রানার সাথে বিবাহ হয় রানীনগরের গোধনপাড়ার মুর্শিদার। বিয়ের সময় পণ বাবদ নগদ আশি হাজার টাকা সহ সোনার অলঙ্কার দিয়েছিল মুর্শিদার পরিবার। কিন্তু বিয়ের মাস ছয়েক পর থেকেই ঐ টাকা ফুরিয়ে গেলে পণের জন্য চাপ দিতে থাকে মুর্শিদাকে। আর তাতেই চলত অশান্তি।
বর্তমানে পুরো ঘটনা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!