Reported By : Masud Rana
১৫ ই জানুয়ারি, রবিবার, রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস প্রায় ১০০ জন পথ চলতি অসহায় দুস্থ মানুষকে নিজের খরচায় খাওয়ালেন।
প্রসঙ্গত, গত প্রায় দু বছর থেকেই প্রতি রবিবার ১০০ জনের মত অসহায় দুস্থ মানুষকে নিজ খরচায় শেখপাড়া এলাকার হোটেল গুলোতে খাইয়ে আসছেন রবীন্দ্রনাথ বিশ্বাস। লকডাউন থেকে শুরু করে এ পর্যন্ত গরীব মানুষকে সহযোগিতা থেকে শুরু করে এলাকাবাসীর সব রকম সমস্যায় সব সময় পাশে পাওয়া যায় রবীন্দ্রনাথ বিশ্বাসকে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাসের এরকম কর্মকান্ডে খুশি এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষজন।