পথ দুর্ঘটনায় নিহত হল এক সিভিক ভলেন্টিয়ার এর বহরমপুরে

পথ দুর্ঘটনায় নিহত হল এক সিভিক ভলেন্টিয়ার এর বহরমপুরে

Reported By: Binoy Roy

YouTube Link: https://youtu.be/zNJ5c2G2lMI

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার এর বহরমপুরে। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সেলিম রেজা মন্ডল। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বহরমপুর থানার কাটাবাগান এলাকায় ভাকুড়ি – হরিহরপাড়া রাজ্যসড়কে। স্থানীয় সূত্রে খবর ডোমকলের কুশবেড়িয়া থেকে মৃত সিভিক ভলেন্টিয়ার সেলিম রেজা মন্ডল বাইক চালিয়ে বহরমপুর থানায় আসছিলো কাজে যোগ দেওয়ার জন্য। সেই সময় কাটাবাগান এলাকায় ভাকুড়ি হরিহরপাড়া রাজ্য সড়কে একটি ২০৭ ছোট ট্রাকের চাকা পামচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে।সিভিক ভলেন্টিয়ার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে, স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!