Reported By : Masud Rana
৪ ঠা মার্চ, শনিবার, মুর্শিদাবাদ থানার অন্তর্গত আয়েসবাগ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের আহত আরো একজন। জানা যায় লালবাগ কলেজের এক পরীক্ষার্থী বেলডাঙ্গা থেকে পরীক্ষা দিয়ে এসে মুর্শিদাবাদ স্টেশনে নামে। তখন ফোন করে তার বন্ধুকে ডাকে বহরমপুর যাওয়ার জন্য। স্টেশন থেকে স্কুটিতে করে দুই বন্ধু বহরমপুর যাওয়ার পথে আয়েসবাগ এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর দিক থেকে আসা একটি টোটো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে স্কুটিতে থাকা দুজনকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। লালবাগ মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্কুটি চালক, ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। স্কুটির পেছনে বসে থাকা অপর এক যুবক গরুতরভাবে আহত হয়েছেন।
জানা গিয়েছে মৃত্যু যুবকের নাম সোয়েম সেখ (১৭), তার বাড়ি মুর্শিদাবাদ থানা পিলখানা নাককাটিতলা এলাকায়। আহত যুবকের নাম রাকেশ সেখ (১৯), তার বাড়ি ও মুর্শিদাবাদ থানার পিলখানা এলাকায়।
স্কুটি চালক সোয়েম সেখ ও রাকেশ শেখ দুই বন্ধু বহরমপুরে কোন একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বহরমপুর যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা।
মৃত যুবকের দেহ লালবাগ মর্গে পাঠানো হয়েছে।