Skip to content
পথ নিরাপত্তায় সচেতনতা বাড়াতে সিউড়ি জিআরপির অভিনব উদ্যোগ

পথ নিরাপত্তায় সচেতনতা বাড়াতে সিউড়ি জিআরপির অভিনব উদ্যোগ

 

বাইক আরোহীরা যাতে হেলমেট পড়ে বাইক চালান, সকলে যেন সুরক্ষিতভাবে যানবাহন চালানোর জন্য মঙ্গলবার সিউড়ি জিআরপির তরফ থেকে সিউড়ি হাটজান বাজার রেল গেটের কাছে পথ চলতি মানুষদের সচেতন করার জন্য একটি অভিনব উদ্যোগ নিল। যে উদ্যোগ অনুযায়ী তারা যে সকল বাইক চালকরা হেলমেট পড়েনি তাদের একটি করে ফুল এবং একটি করে চকলেট দিয়ে হেলমেট পড়ার অনুরোধ করলেন। এর পাশাপাশি বিভিন্ন গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ বোর্ড লাগানো হয়।

Leave a Reply

error: Content is protected !!