বামনাবাদ পদ্মা নদীতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। নৌকা চালানো শিখতে গিয়ে জলে পড়ে যায়। তাতেই মৃত্যু হয়। মুর্শিদাবাদের রানীনগর ও সাগরপাড়া থানার সীমান্তবর্তী পদ্মা নদীর ঘটনা। মৃত কিশোরের নাম আশিক সেখ,বয়স ১৭ বছর। তার বাড়ি সাগরপাড়া থানার মাহাতাব কলোনী এলাকায়। গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুজি করেও পরিবারের সদস্যরা পায়নি। নদীর ধারে সাইকেল ও চটি দেখে সন্দেহ হয়। তারপরেই নদীতে খোঁজাখুজি শুরু হয়। শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা মিলে পদ্মা অনেক খোঁজাখুঁজির পর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা কান্নায় ভেংগে পড়েছেন। এভাবে হঠাৎ ছেলের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়,পদ্মা নদীতে নৌকা চালানো শিখতে গিয়ে জলে পড়ে যায়। জল বেড়েছে পদ্মা নদীতে। তার ওপর সে সাঁতার কাটতে জানতো না। নদীতে কোন ভাবে পড়ে যায়। তারপরেই সে আর উঠতে পারেনি। ফলে জলে ডুবেই তার মৃত্যু হল। কখনো কখনো সে রাজমিস্ত্রির জোগানদারের কাজ করতো। মাঝে মাঝেই বামনাবাদ পদ্মা নদীতে নৌকা ও ট্রলার চালানো শিখতে যেত। সেটাই কাল হয়ে দাঁড়ালো।