জিয়াগঞ্জ ফুলতলা মোড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে পদযাত্রা শুরু হলো ।মুর্শিদাবাদ লোকসভার জিয়াগজ্ঞ ফুল তলার মোড় থেকে বাগডহরা মোড় পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পদযাত্রা। পদযাত্রা শেষে বাগডহরা মোড়ে জনসভায় অংশগ্রহন করলেন |