আজকে থেকে পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজের ডাক্তারি ছাত্র ছাত্রীরা ধরনায় বসলেন। আর জি কর হাসপাতালে মৃত চিকিৎসক তিলোত্তমার সঠিক বিচারের জন্য তারা এই লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।যতক্ষন না আসল অভিযুক্তরা কেউ গ্রেফতার হবে ততোক্ষন তারা এই আন্দোলন চালিয়ে যাবে।