নিট থেকে নেট এমনকি পরীক্ষা শুরুর একদিন আগে শনিবার কেন্দ্র সরকার বাতিল করেছে স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পিজি ও। সরাসরি না বললেও এক্ষেত্রেও অন্য দুটি পরীক্ষার মতো প্রশ্ন ফাঁসের ইঙ্গীত রয়েছে শিক্ষা মন্ত্রকের বাতিল বিজ্ঞপ্তিতে। কেন বারবার পরীক্ষার আগে বাতিল হচ্ছে পরীক্ষা। এই প্রশ্ন তুলছে সব রাজনৈতিক দলই। রবিবার বহরমপুর কলেজ থেকে টেক্সটাইল কলেজ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পোড়ান হয় । মিছিলে নেতৃত্ব দেন ছাত্র পরিষদের রাজ্য নেতা ভীষ্মদেব কর্মকার।