গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ভারতের স্বাধীনতা আন্দোলনে আমতা এবং বাগনান এলাকার মানুষদের কি ভূমিকা ছিল তাই - ই ছবিতে তথ্যের মাধ্যমে প্রদর্শনীতে তুলে ধরা হয়। সপ্তাহ ব্যাপী ধরে চলা এই প্রদর্শনীর আয়োজনে ছিল আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। সহযোগিতায় ছিল বুধবারের আড্ডা গোষ্ঠী। সপ্তাহ ব্যাপী ধরে চলা এই প্রদর্শনীর উদ্বোধন করেন কবি ও আঞ্চলিক লোকসংস্কৃতি গবেষক ও লেখক চন্দ্রাদিত চন্দ্র। উপস্থিত ছিলেন দুইজন পত্রলেখক অসীম মিত্র ও দীপঙ্কর মান্না, শিক্ষক - পরিবেশ কর্মী এবং স্থানীয় ইতিহাস গবেষক ও লেখক সায়ন দে।ছাত্র -ছাত্রীদের আমতা - বাগনান এলাকার স্বাধীনতা সংগ্ৰামীদের উপস্থিতি তাদের ভূমিকা, স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান এই গুলি ছবি ও তথ্য প্রদর্শনীর মাধ্যমে জানানোর উদ্যোক্তা ছিলেন আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবেশ কর্মী,গ্ৰীন চেন মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা এবং ইতিহাস গবেষক ও লেখক প্রদীপ রঞ্জন রীত। এই উপলক্ষে প্রদীপ রঞ্জন রীত এর লেখা ' বিস্মৃত বিপ্লবী আমতার রসপুরের হাবু মিত্র ' গ্ৰন্থের তৃতীয় সংস্করণ উদ্বোধন করেন চন্দ্রাদিত্য চন্দ্র সহ উপস্থিত অতিথিবর্গ ।
আলোচনাচক্রে বক্তারা স্বাধীনতা আন্দোলনে এই এলাকার মানুষদের যোগদান, অবদান, কর্ম তুলে ধরেন।এর পাশাপাশি এই আমতা- বাগনান এর বিভিন্ন গ্ৰামে যে সমস্ত স্বাধীনতা সংগ্ৰামী এসেছিলেন তাদের কথা ছাত্র -ছাত্রীদের জানানো হয়। এই অনুষ্ঠানে চন্দ্রাদিত্য চন্দ্র আক্ষেপের সুরে বলেন আমতা - হাওড়া রেল পথে একটি স্টেশনের নাম রামকৃষ্ণের চিকিৎসক হাওড়া জেলার নিবাসী মহেন্দ্রলাল সরকার এর নামে ' মহেন্দ্রলাল নগর ' নামাঙ্কিত হয়েছে। আমাদের দাবি করতে হবে আমতা রেল স্টেশনের নাম ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রথম অস্ত্র লুন্ঠন ' রডা অস্ত্র লুন্ঠন ' এর নায়ক রসপুর গ্ৰামের " শ্রীশচন্দ্র মিত্র (হাবু) স্টেশন " নামাঙ্কিত করা হোক।
এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা দেশাত্মবোধক নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। প্রদশর্নী দেখতে এবং আলোচনাচক্রে ছাত্র -ছাত্রীদের উপস্থিতির পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। বিদ্যালয়ের এহেন উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত এর প্রশংসা করেন এলাকাবাসী।