পরিচালক শুভম দাসের খুদে শিল্পী গড়ার প্রয়াস

পরিচালক শুভম দাসের খুদে শিল্পী গড়ার প্রয়াস

Reported By : News Desk
২রা অক্টোবর, সোমবার, টলিউডের পরিচিত মুখ পরিচালক শুভম দাস দীর্ঘদিন একক প্রচেষ্টায় কলকাতার নেতাজীনগরে খুদে শিল্পী গড়ার প্রয়াস নিয়েছেন। তারা মা মোশন পিকচার ও শ্রীকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চলেছে।

তার প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল দিঘার সৈকতের কাছে। এদিন প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী নিজেদের প্রতিভা তুলে ধরেন। পাশাপাশি তিনি এদিন জানান তার পরবর্তী ছবি পোড়া বাঁশি ছবির মিউজিক ভিডিওআগামী ১৮ অক্টোবর প্রকাশ হতে চলেছে।

Leave a Reply

error: Content is protected !!