REPORTED BY:- MASUD RANA
শহরের আনাচে কানাচে গাছের বীজ অবহেলার নষ্ট হয়। পরিবেশ কর্মী অর্ধেন্দু বিশ্বাসের উদ্যোগ সেই সমস্ত বীজ সংগ্রহ করে তৈরি করা হয়েছে একটি বীজ ব্যাংক। সেখান থেকে সারাবছর বীজ বিলি করা হয় ও চারাগাছ তৈরি করে বিলি করা হয়। পৃথিবী দিবসকে সামনে রেখে মিশন গ্রিন ইউনিভার্সের উদ্যোগে বহরমপুর শহরের ঐতিহ্যশালী গ্র্যান্ট হলের একটি পাম গাছ থেকে প্রায় ৪০ হাজার বীজ সংগ্রহ করা হলো। ইতিমধ্যে মিশন গ্রিন ইউনিভার্সের উদ্যোগে কয়েক লক্ষ বীজ সংগ্রহ করা হয়েছে ও সেই বীজ থেকে চারা গাছ তৈরি করে রোপন ও বিতরণ করা হয়েছে।