পুলিশের দাদাগিরি মদ্যপ অবস্থায় তৃণমূলের জেলা সভাপতিকে প্রকাশ্যে মারধোর ইসলামপুরে। শুক্রবার আনুমানিক রাত্রি ১১:৪০ নাগাদ ইসলামপুর বাস স্ট্যান্ডে এলাকায় একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহম্মেদ। এমত অবস্থায় দোকানের সামনে কেন গাড়ি বলেই শুরু যুব নেতাকে মারধোর। মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীর এমন দাদাগিরিতে ছিঃছিঃ হচ্ছে এলাকা জুড়ে। তবে এবার মদ্যপ অবস্থায় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির গায়ে হাত ও অপমানের অভিযোগে বিরাট হইচই পড়ে যায় এলাকায়।
ঘটনা ফোন মারফত জেলা পুলিশ সুপার কে জানিয়েছন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহম্মেদ বলে খবর। সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকা থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে বিশাল জমায়েত করে তৃণমূল কর্মীরা।