Reporte4d By Mahatab Chowdhury
শনিবার (১৪-১২-২০২৪) বিকেলে কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে 'পল্লিকবি ও আদালত' শীর্ষক স্মরণিকা প্রকাশিত হলো। এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলার কুমুদ সাহিত্য মেলা কমিটি, যেখানে অনুষ্ঠিত হয় 'বর্ধমান সহযোদ্ধা' সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস এবং কলকাতা হাইকোর্টের আইনজীবি মাসুদ করীম।
পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের পরিবার থেকে সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থেকে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। কবিতা পাঠে অংশ নেন সমরেন্দু চক্রবর্তী, সেখ আব্দুল জব্বার এবং দিলীপ কুমার বিশ্বাস।
এই দিনে বিশেষ আইনী জনসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বর্ধমান সহযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে বিচারপতি সামন্তকে 'পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মান' প্রদান করা হয়। কুমুদ সাহিত্য মেলা কমিটির সদস্যরা জানান, "পল্লিকবির ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণিকা প্রকাশে শ্রদ্ধা জ্ঞাপন করলাম।"
এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগ, যা সাহিত্য ও আইনের মধ্যে সংযোগ স্থাপন করছে এবং তরুণ প্রজন্মকে কবির কর্মের সঙ্গে পরিচিত করার সুযোগ দিচ্ছে।