Skip to content
পশ্চিমবঙ্গের কোন জেলায় কবে ভোট

পশ্চিমবঙ্গের কোন জেলায় কবে ভোট

Reported By:- News Desk

তাহলে শেষমেশ হলো অপেক্ষার অবসান। বাংলার ভোট গ্রহণ হবে সাত দফাতেই। বাংলায় প্রথম দফায় ভোট হবে 19 এপ্রিল, প্রথম দাপায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার,জলপাইগুড়িতে। এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট হবে, রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিঙে, তৃতীয় দফার ভোট ৭ই মে। তৃতীয় দফার ভোট হবে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদে এবং জমিপুরে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে এবং চতু তারা বোর্ডের স্থান গুলি হল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম ও বর্ধমান পূর্ব বর্ধমান ও দুর্গাপুর ও আসানসোল। পঞ্চম যা ভাই ভোট হবে ২০ শে মে জায়গা গুলি হল শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি, দমদম হাওড়া উলুবেরিয়া এবং আরামবাগে । ষষ্ঠ দফায় ভোট হবে ২৫ শে মে পুরুলিয়া বাঁকুড়া মেদনীপুর কাঁথি তমলুক ঘাটাল ঝারগ্রাম মেদিনীপুর বিষ্ণুপুরে। এবং সপ্তম দফায় ভোট হবে পহেলা জুন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা, যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ডহারবার এবং দমদমে।

Leave a Reply

error: Content is protected !!