Skip to content
পশ্চিমবঙ্গ ডেকরেটর সমন্বয় সমিতির সাংবাদিক বৈঠক

পশ্চিমবঙ্গ ডেকরেটর সমন্বয় সমিতির সাংবাদিক বৈঠক

 

আগামী ২০ শে সেপ্টেম্বর রাজ্যব্যাপী ডেকরেটরদের ধর্মঘটে সামিলের আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গ ডেকরেটর সমন্বয় সমিতির সাংবাদিক বৈঠক বহরমপুরে। বৃহস্পতিবার বহরমপুর সাংবাদিক কক্ষে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন পশ্চিমবঙ্গ ডেকরেটর সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তী জানান, তাদের ৫ দফা দাবি নিয়ে ধর্মঘট। দাবীগুলি মূলত অনুষ্ঠান বাড়িতে ৫০ জনের বিধিবদ্ধ তালিকা শিথিল করতে হবে। msme দপ্তরের মাধ্যমে স্বপ্ল সুদে ডেকরেটরদের ঋন দিতে হবে। সরকারি দপ্তরে কাজ সরাসরি ডেকরেটরদের দিতে হবে। ডেকরেটরদের ১৮% জিএসটি এর পরিবর্তে ৫% জিএসটি করতে হবে। মাইক লাইট ব্যবসায়ী বন্ধুদের পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। না হলে আগামী দিন বড় সড় আন্দোলনের সম্মুখীন হতে হবে।

Leave a Reply

error: Content is protected !!