Reported By : Binay Roy
৩০ শে আগস্ট, বুধবার, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রিড়া দপ্তরের উদ্যোগে সংস্কৃতি দিবস উদযাপন করা হ'ল বহরমপুর পৌরসভার পক্ষ থেকে। এদিন দুপুরে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকায় রাখি বন্ধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ ভাইস চেয়ারম্যান ও বহরমপুর পৌরসভার সকল কর্মীরা। সরকারি ভাবে এই অনুষ্ঠানের পাশাপাশি পাশাপাশি পৌরসভার সমস্ত ওয়ার্ডেও এদিন সংস্কৃতি দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় জানিয়েছেন- বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি।