Reported By : তুষার কান্তি খাঁ
১৪ ই নভেম্বর, সোমবার, পাঁচগ্রামে বিড়ি শ্রমিকদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সম্পাদক সাত্তার শেখ, সভাপতি সঞ্জীব পান্ডে ও মুর্শিদাবাদ জেলার বিড়ি মজদুর এন্ড প্যাকার্স ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য রেজিনা বেগম, গণ আন্দোলনের নেতা সমর প্রামানিক সহ আরো অনেকে।