Skip to content
পাইপ লাইনের কাজে নিহত শ্রমিকের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ১২ লক্ষ টাকা

পাইপ লাইনের কাজে নিহত শ্রমিকের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ১২ লক্ষ টাকা

Reported By : Binay Roy ২৫ শে জানুয়ারি, বুধবার, বহরমপুরে পাইপ লাইনের কাজ চলার সময় ধস নেমে মৃত্যু হয় এক শ্রমিকের। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে বহরমপুর শহরে। বহরমপুর সৈদাবাদ এলাকায় পাইপলাইনের কাজ চলছিল। কয়েকমাস আগেই কাজ শুরু হয়েছিল। পাইপলাইনের কাজ করতে গর্ত করা হয়েছিল। তাতে যথেষ্টই গভীর খাদ সৃষ্টি হয়। পড়ে যান দুই শ্রমিক। এক জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু ঘটে এক শ্রমিকের। আহত শ্রমিকরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওইবঘটনায় নিহত রমজান সেখের পরিবারে রয়েছে বাবা, স্ত্রী ও মেয়ে। তাদের হাতে কোম্পানির পক্ষ থেকে পৌরসভার মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয় ১২ লক্ষ টাকা। এসডিও প্রভাত চ্যাটার্জী , বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ু গোপাল মুখার্জি এবং প্রজেক্ট কোম্পানির দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে। আহত বাকি দুই সেখ নজরুলের নামে ৩ লক্ষ ও ডালিম সেখের নামে ২ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!