Skip to content
“পাড়ায় এলো সান্তা”

“পাড়ায় এলো সান্তা”

Reported By:- News Desk

ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে “পাড়ায় এলো সান্তা” অনুষ্ঠান তৃণমূল কাউন্সিলরের বহরমপুরে। সোমবার দুপুরে বহরমপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে এক অভিনব অনুষ্ঠান “পাড়ায় এলো সান্তা” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বহরমপুরের ভাগীরথী তীরের রাধারঘাট ফেরিঘাট এলাকা থেকে ১৯ নং ওয়ার্ডের কচি কাঁচাদের নিয়ে জমায়েত করা হয়। তারপর তাদেরকে বড়দিনের সান্তাক্লজের টুপি পড়িয়ে লাইন দিয়ে পাড়ায় পাড়ায় ঘোরানো হয়। কচিকাঁচাদের লাইনের আগে তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে এবং সান্তাক্লজকে সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়ায় যান। সঙ্গে থাকা সান্তাক্লজ লাইনে দাঁড়ানো বাচ্চাদের হাতে এবং পথ চলতি বাচ্চাদের হাতে চকলেট ও গিফট তুলে দেয়। এদিন কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারেও আমি বড়দিনের উৎসব উপলক্ষে এলাকার বাচ্চাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্য নিয়ে তাদেরকে সান্তাক্লজ সাজিয়ে পাড়ায় পাড়ায় একটু ঘুরিয়ে নিয়ে আসি। যাতে বাচ্চারা আনন্দ পায়। পাশাপাশি বাচ্চাদের হাতের চকলেটও গিফট তুলে দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!