মুর্শিদাবাদের রানীনগরের সীমান্তবর্তী কাহারপাড়া লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা নিমাই চৌধুরী পানাগড় ১৭ নম্বর ব্যাটেলিয়নের ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলেন। দীর্ঘ ১১ বছর তিনি চাকরি করছিলেন। গত ৭ই জানুয়ারি পানাগড়ে নিজের অসুস্থ বাবাকে হাসপাতালে ভর্তি করে বাইকে করে ডিউটিতে যোগ দেওয়ার জন্য ক্যাম্পাসে ফিরছিলেন। সেই সময় মোটর চালিত ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিমাই চৌধুরী গুরুতরভাবে জখম অবস্থায় ICU তে ভর্তি ছিলেন। তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ৯ই জানুয়ারি তার মৃত্যু হয়। ঘটনার পর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার রাতে নিজের গ্রাম কাহারপাড়া লক্ষ্মীনারায়ণপুর এলাকায় দেহ ফিরতেই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইন্ডিয়ান আর্মির সদস্য নিমাই চৌধুরীকে শেষ বারের মত দেখার জন্য আশেপাশের গ্রামের মানুষ বাড়িতে উপস্থিত হয়েছিলেন বলে জানা গিয়েছে। বাড়িতে পাঁচ বছরের একটি মেয়ে,তিন বছরের একটি ছেলে এবং স্ত্রী,বাবা,মাকে রেখে গেলেন। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানান হয়।