Skip to content
পানিহাটির নির্মম হত্যাকাণ্ড : স্বামীর হাতে প্রাণ গেল পিয়াংকা নাথের

পানিহাটির নির্মম হত্যাকাণ্ড : স্বামীর হাতে প্রাণ গেল পিয়াংকা নাথের

পানিহাটি ২৭ নম্বর ওয়ার্ডের আজাদিন নগরে মধ্যরাতে ঘটে গেল একটি হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সী পিয়াংকা নাথকে তার স্বামী শ্রীকান্ত নাথ (৪৬) নির্মমভাবে হত্যা করেছেন। দীর্ঘদিনের বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীকান্ত পিয়াংকার শিরা কেটে এবং গলায় ফাঁস দিয়ে তাকে খুন করে। ঘটনার পর, তিনি তাদের ৯ বছরের পুত্রকে নিয়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিয়াংকার মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।নিহতের ভাই সংবাদমাধ্যমকে জানান, “আমরা বহুবার বুঝিয়ে বলেছিলাম, পিয়াংকাকে তার স্বামী যে বাড়িতে পাঠানো যাবেনা। কিন্তু শশুরের চাপের কারণে সে আবারও ওই বাড়িতে ফিরে যায়, আর তখনই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।”এলাকাবাসী এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দোষীর উপযুক্ত শাস্তি দাবি করছেন। এখন সবাই আশা করছেন, পিয়াংকার ছেলে নিরাপদ থাকবে এবং এই অপরাধের দায়ী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।এ ঘটনা সমাজে পরিবারের প্রতি দায়িত্ব এবং নিরাপত্তার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন ফেলে দিয়েছে, যা প্রকাশ্যে আলোচনার দাবি জানাচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!