ব্যারাকপুরে ফের এনআরসি আতঙ্কে মৃত্যুর ঘটনা।
ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দির এলাকার বাসিন্দা কাকলি সরকার (৩৩) গতকাল রাতে আত্মহত্যা করেন।
তিনি ১৫ বছর আগে বাংলাদেশের নবাবগঞ্জ ঢাকার বাসিন্দা থেকে বিয়ে হয়ে ভারতে এসেছিলেন সবুজ সরকারের সঙ্গে।
এসআইআর চালু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন গোটা পরিবার — যদি বাংলাদেশে ফেরত যেতে হয়!
অবশেষে ভয়ঙ্কর মানসিক চাপ সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার স্বামী সবুজ সরকার, শ্বশুর সুরেশ সরকার ও ভাসুর শান্তি সরকারকে গ্রেফতার করা হয়েছে।