Skip to content
পানীয় জলের দাবিতে প্রতিবাদ আন্দোলনে সামিল বেলডাঙার মানুষ

পানীয় জলের দাবিতে প্রতিবাদ আন্দোলনে সামিল বেলডাঙার মানুষ

Reported By:- Binoy Roy

জলের অপর নাম জীবন। জল ছাড়া জীবন চলে না। অথচ প্রশাসনের গাফিলতিতে মিলছে না সেই পানীয় জল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। প্রশাসনের এমন আচরনের প্রতিবাদ জানাতে এবং চাহিদা মতো পানীয় জল পেতে আন্দোলনে সামিল হয়েছেন বেলডাঙার মানুষ। মঙ্গলবার বহরমপুর শহরে তারা বিক্ষোভ করেন দপ্তরে গিয়ে। তাদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা বেলডাঙার কাপাসডাঙা ও বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত অধীন এলাকায় পানীয় জলের সম্পর্কে রেড জোন তকমা দিয়েছেন। অথচ সেই এলাকায় কোনও সুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়নি প্রশাসনের তরফে। অধিকাংশ সময় টিউবওয়েল খারাপ থাকায় পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হন মানুষ। একটি জলের ট্যাংক তৈরি করা হলেও প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে না সেটি চালুর বিষয়ে। তাই তারা আন্দোলনে নেমেছেন।

Leave a Reply

error: Content is protected !!