পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা যুবকের

পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা যুবকের

Reported By Masud Rana

পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা এক যুবকের। মৃতের নাম সুজন শেখ (২০)। মৃতের বাড়ি রাণীনগর থানার কাতলামারী কার্গিল এলাকায়।
এদিন সকালে দশটা নাগাদ রানীনগরের শেখপাড়ার মাঠে মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মাঠের কৃষকরা ওই মৃতদেহ দেখে ও তা জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় রাণীনগর থানার পুলিশ। সেখানেই মৃতের মা নিরদা বিবি জানান গত তিন দিন যাবৎ তার ছেলে শশুর বাড়ী ছিল সেখানেই কোনো বচসার জেরে রাগারাগি করে বিষ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অবশেষে খোঁজাখুঁজির পর এদিন সকালে তার মৃতদেহ সেখপাড়া গ্রামের মাঠ থেকে উদ্ধার হয়।
মৃতদেহটি রাণীনগর থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!