Reported By : তুষার কান্তি খাঁ
১৪ নভেম্বর, সোমবার, পন্ডিত জওহরলাল নেহেরুের জন্মদিন উপলক্ষে দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরই বহরমপুর শহরের মহাকালী পাঠশালার শিশুরা নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করে। এদিন প্রত্যেক শিশু পড়ুয়াদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। পরে চকলেট সহযোগে তাদের বরণ করেন শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও পড়ুয়াদের আনন্দ দিতে ম্যাজিক শো সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা স্কুলময় আনন্দ ছড়িয়ে পড়ে। তাদের আনন্দ দিতে পেরে খুশি শিক্ষকরাও।