পুচকু সোনা অ্যালবাম গানের মুক্তি পেলো বৃহষ্পতিবার

পুচকু সোনা অ্যালবাম গানের মুক্তি পেলো বৃহষ্পতিবার

Reported By: Masud Rana

YouTube Link:

এবার পূজোই পুচকু সোনা অ্যালবাম গানের মুক্তি পেলো বৃহষ্পতিবার। সেই মতোই মুর্শিদাবাদের ডোমকল মহকুমা সাংবাদিক সংঘে সাংবাদিক বৈঠক করলেন চ্যানেল কর্তৃপক্ষ থেকে পরিচালক গায়কেরা। সম্পূর্ণ কমেডি নিয়ে গানের ভিডিও শ্যুট হয় মুর্শিদাবাদের বহরমপুরে। লক্ষ্য একটাই পূজোর শুরুতেই দর্শকদের মন কাড়তে এই গানের শুটিং।গানটিতে অভিনয় করেছেন কলকাতার টলিউড খ্যাত অভিনেতারা। অভিনয় করেছেন গ্রাম বাংলার ছেলেরাও। গানটি মুক্তি পেলো এফ টি রভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পূজোর এই গান হিট হবে বলে মনে করছেন চ্যানেল মালিক।

Leave a Reply

error: Content is protected !!