পুজোর গাইড ম্যাপ উদ্বোধন হলো কান্দিতে

পুজোর গাইড ম্যাপ উদ্বোধন হলো কান্দিতে

Reported By :- আয়ুব আলী ,

 

 

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা ব্যাপী পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হলো শনিবার সন্ধ্যায় কান্দি মহকুমা ও কান্দি থানার পুলিশের পক্ষ থেকে। কান্দি মহকুমায় মূলত কান্দি থানা তথা কান্দি শহর এলাকার পুজোর গাইড ম্যাপ উদ্বোধন হলো কান্দি বাস স্ট্যান্ড এলাকায় একটি সরকারি অনুষ্ঠানের মাধ্যমে। পুজোর গাইড ম্যাপ এর পাশাপাশি পুজোর সময় নিরাপত্তা বহাল রাখার জন্য কি কি পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন তাও আলোচনা করা হয় এদিনের সভা মঞ্চ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত আরক্ষা আধিকারিক হেডকোয়ার্টার মুর্শিদাবাদ সুবিমল পাল, কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা, কান্দি মহকুমা আধিকারিক শান্তনু সেন, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ, কান্দি পৌরসভার পৌরপ্রশাসক দেবাশীষ চ্যাটার্জী, কান্দি পৌরসভার সহকারি পৌরপ্রশাসক দেবল দাস, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি পার্থপ্রতিম সরকার সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

error: Content is protected !!